১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৯:০২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে প্রায় সাড়ে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় পুরান বাউশিয়া, মধ্য বাউশিয়া ও বক্তারকান্দি এলাকায় অভিযান চালিয়ে ১৪ কিলোমিটার অবৈধ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এর মাধ্যমে প্রায় সাড়ে তিন হাজার অবৈধ সংযোগ চলতো বলে জানায় তিতাস।

বৈধ সংযোগের তুলনায় অবৈধ সংযোগ বেশি হওয়ায় ওই এলাকাগুলোতে গত ২৫ফেব্রুয়ারি থেকে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছিলো তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার (১১ মার্চ) সকাল ১১টা থেকে থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক।

তিতাস গ্যাসের সোনারগা আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুয আলম বলেন, এই এলাকায় তিতাসের বৈধ সংযোগের তুলনায় অবৈধ সংযোগ কয়েকগুণ বেশি। বাধ্য হয়ে গত ২৫ ফেব্রুয়ারি থেকে এই এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস। আজ অভিযানের মাধ্যমে ৩টি গ্রামের ১৪ কিলোমিটার অবৈধ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করা হলো। যার মাধ্যমে প্রায় সাড়ে ৩ হাজার অবৈধ আবাসিক সংযোগ চলতো।

তিনি বলেন, পর্যায়ক্রমে গজারিয়া উপজেলার অন্যান্য এলাকায় অভিযান পরিচালনা করে সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান, সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার এন্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলাম।

error: দুঃখিত!