সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৪-১৫ অর্থ বছরের এডিপি’র অর্থায়ন হতে মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্কুলে ৬৪ জোড়া বেঞ্চ ও ৫টি স্লিপার বিতরন করা হয়।
বুধবার সকাল ১০ টা থেকে শুরু করে আজ বিকাল ৫ টা পর্যন্ত তিনব্যপি এ বেঞ্চ বিতরন কার্যক্রম চলে। বেঞ্চ ও স্লিপারগুলো পর্যায়ক্রমে সদর উপজেলার আধারিয়া তলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ টি , বিনোদপুর ৫টি, মালির পাথর শিশু নিকেতনে ৫টি, বনিক্যপাড়া ৫টি, বকচর ৫টি, চরকেওয়ার ৫টি, বানিয়াল ১০টি, মোল্লাকান্দি ৮টি, টরকী ৮টি, ইদ্রাকপুর ৮টি, ৬৪ জোড়া বেঞ্চ বিতরন করে। তাছাড়া রামশিং ১টি, পানাম ১টি, চর কদমতলী ১টি, চর কিশোরগঞ্জ ১টি, মাকহাটি ১টি সহ মোট ৫টি স্লিপার বিতরন করা হয় ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারাবান তাহুরা, উপজেলা শিক্ষা অফিসার তাছলিমা বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জনাব আইয়ুব আলী, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম প্রমুখ।