মুন্সিগঞ্জ, ১১ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বঙ্গবন্ধু মহাসড়কের মুন্সিগঞ্জের সিরাজদিখানে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে প্রাইভেটকারের পেছনে ধাক্কা লেগে আবুল হাসান শেখ (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাসান শেখ ফরিদপুর জেলার শাজাহান শেখের ছেলে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ৮টার দিকে মাওয়াগামী মোটরসাইকেলটি নিমতলা এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কারের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতের মরদেহ থানায় রয়েছে।