মুন্সিগঞ্জে স্কুল পড়ূয়া ৮ম শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহের আয়োজন করার দায়ে বরসহ ২ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার মুন্সিগঞ্জ শহরের দর্পনা কমিউনিটি সেন্টারে মুন্সিগঞ্জ এভিজিএম সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী নিপা আক্তার (১৪) এর সঙ্গে দক্ষিণ ইসলামপুর গ্রামের হাজ্বী ফেলান বেপারীর ছেলে রুবেল (২৮) এর আনুষ্ঠানিকভাবে বিবাহের আয়োজন করা হয়।
নিপা আক্তার পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বর বেপারীবাড়ীর আনোয়ার হোসেনের মেয়ে।
পরে বিষয়টি সাংবাদিকরা জেলা প্রশাসককে অবগত করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান বর এবং কনের নানা ফজলুল হক (৫৫ কে আটক করেন।
রাত ৭টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক সায়লা ফারজানা ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় বাল্য বিবাহ আয়োজন করার দায়ে কনের নানা ফজলুল হক (৫৫) এবং বর রুবেল বেপারী (২৮) কে তিন দিনের কারাদন্ড প্রদান করেন।