১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | ভোর ৫:৪৪
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে প্রবাসী স্বামীর বাড়িতে মিললো গৃহবধূর মরদেহ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের জাজিরা এলাকায় মালয়েশিয়া প্রবাসী স্বামীর বাড়ি থেকে সামিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার হয়েছে।

পরিবারের দাবি, যৌতুকের টাকার জন্য নির্যাতনে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে পালিয়ে গেছেন শশুড়বাড়ির লোকজন।

বুধবার ভোররাতে সদর উপজেলার আধারা ইউনিয়নের জাজিরা কুঞ্জনগর এলাকার মালয়েশিয়া প্রবাসী কামাল বেপারির বাড়ি থেকে উদ্ধার হয় মরদেহ।

স্বজনদের দাবি, দুই বছর আগে মুন্সিগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকার সামিয়ার সাথে জাজিরা এলাকার কামালের প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয়। এর ৩ মাস পর মালয়েশিয়া চলে যান কামাল। এরপর কয়েক দফায় শশুড়বাড়ি থেকে যৌতুক হিসাবে ১৫ লাখ টাকা আদায় করেন কামাল। এ নিয়ে স্বামীর পরিবারের সাথে দ্বন্দ হয় সামিয়ার। বুধবার রাতে এলাকাবাসীর কাছ থেকে ঘড়ে মরদেহ পরে থাকার খবর পেয়ে ছুটে যায় সামিয়ার স্বজনরা। এসময় ফ্লোরে শোয়ানো অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা এসে উদ্ধার করে।

অভিযুক্তরা পলাতক থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি তদন্ত রাজিব দে জানান, ময়নাতদন্তের জন্য ওই গৃহবধূর মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

error: দুঃখিত!