মুন্সিগঞ্জ, ৯ অক্টোবর ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্বামীর হাতে প্রাণ গেছে স্ত্রীর। এ ঘটনায় অভিযুক্ত স্বামী প্রবাস ফেরত মো. মিজানকে (৩০) আটক করেছে পুলিশ।
গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের সতুরচর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সতুরচর গ্রামের কুয়েতে প্রবাসী মো.মিজানের (৩০) সাথে তার স্ত্রী সাদিয়া আক্তারের (২৫) দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিলো। এর জের ধরে রোববার রাত সাড়ে ১১ টার দিকে স্ত্রী সাদিয়াকে মারধর করার এক পর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মিজান।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই নিজ বাসা থেকে মিজানকে আটক করে পুলিশ। সে বাসাইল ইউনিয়নের সতুরচর গ্রামের মৃত ইমরান হোসেনের পুত্র ।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্ত স্বামী মিজান প্রায় দুই মাস আগে কুয়েত থেকে ছুটিতে বাড়িতে আসে। স্বামী-স্ত্রীর মধ্যে আগে থেকেই সম্পর্ক ভালো ছিলো না। কলহের কারনেই স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে মিজান।
ওসি জানান, পুলিশের কাছে প্রাথমিক স্বীকারোক্তিতে মিজান স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের শেষে আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।