১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৮:৪৫
মুন্সিগঞ্জে প্রবাসী কল্যান ব্যাংকের দ্বিতীয় শাখার উদ্বোধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ নভেম্বর, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রবাসী কল্যান ব্যাংকের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১১ টার দিকে মক্কা প্লাজার তৃতীয় তলায় শাখাটি উদ্বোধন করেন অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রবাসী কল্যান ব্যাংকের চেয়ারম্যান বেগম শামছুন নাহার, অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জাকিয়া সুলতানা, প্রবাসী কল্যান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবিন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ প্রমুখ।

error: দুঃখিত!