মুন্সিগঞ্জ, ১০ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সৌদি আরব প্রবাসী মুজিবুর রহমানের (৪৫) মুখ থেতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, তাকে হত্যা করা হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি সরকারবাড়ীর বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মুজিবুর রহমান একই ইউনিয়নে চর পানিয়া গ্রামের মৃত শহর আলীর পুত্র।
স্থানীয় ইউপি সদস্য ওয়াসিম আহমেদ পরিবারের বরাতে জানান, নিহত মুজিবুর রহমান কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। জায়গা-জমি নিয়ে প্রতিবেশীর সাথে তার বিরোধ ছিলো। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার কেরাণীগঞ্জের আব্দুল্লাহপুর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন মুজিবুর রহমান। রাতে আর বাড়ি ফেরেননি তিনি। সকালে মরদেহ উদ্ধারের খবর পায় পরিবার।
গিয়ে তার রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেই। লাশের শরীরে অসংখ্য ধারালো অস্ত্রে আঘাত রযেছে। দুবৃত্তরা তাকে খুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধরণা করছি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছে এটি হত্যাকাণ্ড। ইট বা কোন ভারি বস্তু দিয়ে আঘাত করে মুখ বিকৃত করার চেষ্টা করেছে খুনি।
ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন।