১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৯:০৪
মুন্সিগঞ্জে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা বিষয়ক মতবিনিময় কর্মশালা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ মে, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে মুন্সিগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্প, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

এসময় প্রতিমন্ত্রী জানান, আগামী ১৫-২১ জুন সারাদেশে প্রথমবারের মত একযোগে ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু হবে।

মন্ত্রী জানান, এবারের শুমারিতে GIS (Geographic Information System) বেইজড ডিজিটাল ম্যাপ ব্যবহার করে CAPI (Computer Assisted Personal Interviewing) পদ্ধতিতে ডিজিটাল ডিভাইস ‘ট্যাবলেট’-এর মাধ্যমে একযােগে দেশের সকল খানা, গৃহ ও ব্যক্তির তথ্য সংগ্রহ করা হবে। মাঠপর্যায়ে মূল শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১৫-২১ জুন, ২০২২ সময়ে পরিচালিত হবে।

তিনি জানান, উক্ত সময়ে সাময়িকভাবে নিযুক্ত তথ্যসংগ্রহকারী (প্রায় ৩.৭০ লক্ষ) যারা স্থানীয় শিক্ষিত যুবক/যুব মহিলা, তারা নির্ধারিত গণনা এলাকার তথ্য ট্যাবলেটের মাধ্যমে সংগ্রহ করবে। ডিজিটাল এ শুমারি বাস্তবায়নে সারাদেশে একযােগে তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হবে ৩ লক্ষ ৯৫ হাজার ট্যাবলেট। এর পাশাপাশি IT Infrasrtucture যেমন: CAPI App, ক্লাউড সার্ভার, ওরাকল এক্সাডাটা সার্ভার, লােড ব্যালেন্সার, 10Gbps ইন্টারনেট, ফাইবার অপটিক্যাল ক্যাবল ইত্যাদি প্রস্তুত ও ইনস্টল করার কাজ ইতােমধ্যে সম্পন্ন হয়েছে। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে ব্যবহৃত ট্যাবলেটসমূহ MDM (Mobile Device Management) software ব্যবহার করে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া মাঠ পর্যায় থেকে সংগৃহীত তথ্য সংরক্ষণ এবং নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানী লিমিটেড (বিডিসিসিএল) এর TIER IV Security সমৃদ্ধ ডেটা-সেন্টার ব্যবহার করা হবে। মাঠ পর্যায় থেকে বিডিসিসিএল হয়ে বিবিএস সার্ভারে আসার পূর্ব পর্যন্ত সংগৃহীত তথ্য-উপাত্ত সকল পর্যায়ে encrypted অবস্থায় থাকবে; যার মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা হচ্ছে। শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি মনিটর করার জন্য শুমারি পর্যবেক্ষণ অ্যাপ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে দৈনন্দিন তথ্য সংগ্রহের পরিমাণ যেকোনাে পর্যায়ে পর্যবেক্ষণ করা যাবে যা নির্ভুল তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে উল্লেখযােগ্য ভূমিকা রাখবে। সর্বোপরি, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে তথ্য প্রক্রিয়াকরণ সহজতর হবে এবং স্বল্পতম সময়ে শুমারির রিপাের্ট প্রকাশ সম্ভব হবে।

কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘জনশুমারি ও গৃহগণনা নিয়ে যাতে কোন রকমের গুজব না ছড়ায় সেজন্য সব মহলকে সচেতন থাকতে হবে। গুজব না ছড়ালেও অনেক সময় অপপ্রচার হয়। তবে আমরা এসব অপপ্রচার প্রতিরোধে সবসময়ই সফল হয়েছি।’

এসময় বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ন পরিচালক এইচ এম ফিরোজ, জনশুমারি ও গৃহগনণা ২০২১ এর প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের এনডিসি, সচিব ড. শাহনাজ আরেফিন, <span;>পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব ড. দীপংকর রায়, মুন্সিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শীলু রায়, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব, মিরকাদিম পৌর মেয়র আব্দুস সালাম, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খুরশীদ আলম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসিফ আল আজাদ, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মো. আল জুনায়েদ, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল ইসলাম চৌধুরী, টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা তানজিন অন্তরা, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণব কুমার ঘোষ, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল আউয়াল প্রমুখ।

এর আগে দুপুর ১২ টা’র দিকে মিরকাদিম পৌরসভার উত্তর রামগোপালপুর এলাকায় জনশুমারি ও গৃহগনণা ২০২২ এর পাইলটিং শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। পরিদর্শন কার্যক্রম শেষে মন্ত্রী সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় মিরকাদিম পৌর মেয়র আব্দুস সালাম, কাউন্সিলর আওলাদ হোসেন, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান শরিফ উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!