১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১০:২৫
মুন্সিগঞ্জে পেটের ব্যথা সইতে না পেরে গলা কেটে ছাত্রের আত্মহত্যা!
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ অক্টোবর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে নবম শ্রেণীর এক ছাত্রের গলাকাটা লাশ পাওয়া গেছে। পরিবারের দাবি পেটের ব্যথা সইতে না পেরে নিজেই গলা কেটে আত্মহত্যা করেছে ঐ ছাত্র।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার নিজ বাড়ি থেকে আব্দুল আহাদ নামের নবম শ্রেনীর ঐ ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের উত্তর কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আহাদ উত্তর কামারগাঁও গ্রামের মোফাজ্জল মৃধার পুত্র ও স্থানীয় আলহাজ্ব কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়েতুল ইসলাম ভূইয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহতের পরিবারে সদস্যদের ডেকে আনা হয়েছে। তারা জানিয়েছে, বহুদিন যাবত ওই শিক্ষার্থী পেটের ব্যাথায় ভুগছিলো।

শনিবার দুপুরে পেটের প্রচন্ড ব্যাথা অনুভব করলে নিজের গলায় দাড়ালো বটি দিয়ে আঘাত করে সে। পরবর্তীতে হাসপাতালে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তবে তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ব্যবহৃত বটি টি উদ্ধার করা হয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

error: দুঃখিত!