৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১:১৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর ও টংগিবাড়ীতে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার নগরকসবা গ্রামে দেয়াল চাপায় জসিম দেওয়ান (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জসিম জেলার টংগীবাড়ি উপজেলার খিলপাড়া গ্রামের আয়নাল দেওয়ানের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিরকাদিম পৌরসভার নগরকসবা এলাকার সাধন মিয়ার বাড়িতে দেয়াল ভাঙ্গার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় জসিম দেওয়ান অসাবধানতাবসত সেখানে গেলে আকস্মিক দেয়াল ভেঙ্গে তার উপর পড়ে।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে বিদ্যুৎতায়িত হয়ে মনু হাওলাদার (৫০) নামের এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১২ টার দিকে টংগিবাড়ী উপজেলার গোয়ালভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনু হাওলাদার সদর উপজেলার মধ্য মহাকালি ইউনিয়নের আজিমপুরা গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গোয়ালভাঙ্গা মসজিদে ইলেক্টিক কাজ করছিলেন মনু হাওলাদার। এ সময় অসাবধানতায় বিদুৎতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

error: দুঃখিত!