মুন্সিগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুরে ব্যবসায়ীর সাথে পূর্ব শত্রুতার জেরে ফার্নিচার গোডাউনে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে, ক্ষয়ক্ষতি হওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ সোমবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে ফার্নিচার ব্যবসায়ী মো. সোহেল এর ফার্নিচার গোডাউনে এই অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে সন্দেহভাজন দুইজনের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সোহেল।
অভিযোগ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩ টার দিকে মুখ বেঁধে দুই যুবক ফার্নিচারের গোডাউনটিতে আসে। কিছুক্ষণ পরে আগুন জ্বলতে থাকে গোডাউনটিতে। এসময় ওই দুই যুবককে সেখান থেকে দৌড়ে পালাতে দেখা যায়। তখন আসপাশের লোকজন আগুনের বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ী সোহেল অভিযোগ করে জানান, পূ্র্বশত্রুতার জেরে আমার গোডাউনে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। এ নিয়ে বর্তমানে আমি আতঙ্কিত।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।