১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:১৫
মুন্সিগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের রামপালে পূর্ব শত্রুতার জের ধরে টিনের বেড়া, গেইট, সাইনবোর্ড ভাঙচুর ও বিভিন্ন মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোস্তফা আলম জিতু।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা’র দিকে জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে রামপাল ইউনিয়নের কোদালধোয়া এলাকায় ভুক্তভোগী মোস্তফা আলম জিতুর ক্রয়কৃত ১৩ শতাংশ জমির টিনের বেড়া, গেইট ও সাইনবোর্ড ভাঙচুর করে একই এলাকার মৃত আবুল কাশেম দালাল এর ছেলে ও মেয়ে হারুনুর রশীদ (৪৭), মো, কামাল (৫২), জামাল (৫০), গিয়াসউদ্দিন (৫৫), সেফালী (৪৯), শিউলী (৪৪)।

এসময় গেটের ভেতরে থাকা ৫টন রড, ২টি পানির পাম্প, একটি পানির টাঙ্কি এবং ৪ বান টিন যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা উল্লেখিত বিবাদীরাসহ অজ্ঞাতনামা বিবাদীরা নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে হাতিমারা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক এনামুল হক জানান, থানায় অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

error: দুঃখিত!