মুন্সিগঞ্জ, ২ আগস্ট ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পৌরসভার পূর্ব শিলমন্দি এলাকায় পূর্ব বিরোধের জেরে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে পূর্ব শিলমন্দি এলাকার মৃত সাহেব আলী বেপারীর পুত্র মাসুদ রানার বাড়িতে পূর্ব বিরোধের জেরে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায় একই এলাকার মৃত কান্দু ভূইয়ার পুত্র আওলাদ হোসেন ভূইয়া (৬৫), মোঃ কবির ভূঁইয়া (৩২), কবিতা (৩০), আফরুজা (২৬) ও আওলাদ হোসেন ভূঁইয়ার স্ত্রী কোকিলা বেগম (৫০)। এসময় মাসুদ রানার মাথায় তারা ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে মাথায় এগারোটি সেলাই লাগে।
এ ঘটনায় আহত মাসুদ রানা (৩৭) চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
মুন্সিগঞ্জ সদর থানার সাব ইন্সপেক্টর এনামুল হক মন্ডল অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।