মুন্সিগঞ্জ, ৮ সেপ্টেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে পুলিশ পরিচয় দিয়ে হাতে হ্যান্ডকাফ পড়িয়ে এক ব্যবসায়ীকে আহত করে ৫০ ভরি স্বর্ণালংকার, ২ লাখ টাকা ও একটি মোটরসাইকেল লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার ভিটিহোগলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী প্রবীর পাল (৪০)। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ শহরের মালপাড়া এলাকায়।
প্রবীর পাল বলেন, তিনি ৩০ থেকে ৩৫ বছর ধরে স্বর্ণের ব্যবসা করেন। দোকানদারি শেষ করে প্রতিদিনের মতো আজ সন্ধ্যায়ও তিনি মুন্সিগঞ্জ শহরের বাড়িতে ফিরছিলেন।
এ সময় একটি ব্যাগে গ্রাহকদের ৫০ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ টাকা ছিল। ভিটিহোগলা টানা সেতু এলাকায় পৌঁছালে সিএনজিতে থাকা পাঁচজন ব্যক্তি তার পথ রোধ করেন। এসময় তারা নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন।
তিনি জানান, নাম বলতেই হাতকড়া পরিয়ে মাথায় আঘাত করে ব্যাগসহ তাঁরা মোটরসাইকেলটি ছিনিয়ে নেন। ওই পাঁচজনের মধ্যে একজনের গায়ে পুলিশের পোশাক, একজনের গায়ে ডিবির পোশাক, তিনজনের গায়ে সাদাপোশাক ছিল।
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) মোজাম্মেল হক বলেন, স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে। প্রকৃত ঘটনা জানার জন্য তদন্ত চলছে। স্বর্ণালংকার উদ্ধার এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।