২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | সন্ধ্যা ৬:৪০
মুন্সিগঞ্জে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেতে যাচ্ছেন ৩০ জন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ নভেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে উত্তীর্ণ হয়েছেন ৩০ জন। মেডিকেল পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষে তারা নিয়োগ পাবেন।

গতকাল বুধবার (২৪ নভেম্বর) রাতে জেলা পুলিশ লাইন্সে মুন্সিগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন এসব তথ্য জানান।

তিনি জানান, শতভাগ স্বচ্ছতার সাথে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ১১৪৩ জন। উত্তীর্ণ ৩০ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ৫ জন নারী।

এসময় ট্রেইনি রিক্রুট কনস্টবল নিয়োগ পরীক্ষা বোর্ডের সদস্য ঢাকা জেলার সহকারি পুলিশ সুপার সাগর দিপা বিশ্বাস, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!