মুন্সিগঞ্জ, ১১ আগস্ট ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)]
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে পুলিশ দেখে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজের ৩৯ ঘণ্টা পর নদী থেকে কুদ্দুস সরদার (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেতকা ছটফটিয়া গ্রাম সংলগ্ন ইছামতি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গত বুধবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালিগাঁও এলাকায় পুলিশ দেখে পাশের গৌরগঞ্জ-তালতলা খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।
মৃত কুদ্দুস স্থানীয় হাট বালিগাঁও এলাকার আ. সাত্তার সরদারের ছেলে। তার বিরুদ্ধে টংগিবাড়ী ও লৌহজং থানায় ১৪টি মামলা ছিলো বলে দাবি পুলিশের। তবে তিনি সবকয়টি মামলায় জামিনে ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে টংগিবাড়ী থানার সাব ইন্সপেক্টর আল-মামুন ফোর্স নিয়ে বালিগাঁও ইসলামপুর এলাকায় টহল দিচ্ছিলেন। এসময় রাস্তার বিপরীত দিক থেকে আসা অটোরিকশার দুই ব্যক্তি পুলিশ বলে চিৎকার দিয়ে রিকশা থেকে নেমে দুইদিকে দৌড় দেন। কুদ্দুস সরদার রাস্তার পশ্চিম পাশে থাকা পদ্মার শাখা তালতলা-গৌরগঞ্জ খালে ঝাঁপ দেন।
পুলিশ সদস্যরা বিষয়টি টের পেয়ে খালে কুদ্দুসকে দেখতে পেয়ে উঠে আসতে বলেন। এসময় স্থানীয়রাও তাকে উঠে আসতে বলেন। কুদ্দুস কারও কথা না শুনে বালিগাঁও বাজারে দিকে সাঁতরে চলে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। শুক্রবার সকালে স্থানীয় চাষি বালিগাঁও এলাকায় নদীতে তার মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে মরদেহ উদ্ধার করে।
সিরাজদিখান সার্কেলের সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, নিখোঁজের পর কুদ্দুসকে ফায়ার সার্ভিসের মাধ্যমে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।