মুন্সিগঞ্জ, ১০ আগস্ট ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে পুলিশের ধাওয়া খেয়ে খালে ঝাঁপ দিয়ে মো. কুদ্দুস সরদার (৪২) নামে এক মাদক মামলার আসামি নিখোঁজ রয়েছেন। তবে ঘটনার পর তাকে জীবিত দেখা গেছে বলে লৌহজং এলাকার এক নাইটগার্ডের বরাতে পুলিশ জানিয়েছে।
টংগিবাড়ী থানার সাব ইন্সপেক্টর মো. আল-মামুন জানান, গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে পুলিশের একটি টহল দল অটোরিক্সা যোগে টহল দিচ্ছিলো। এসময় আমাদের টহল দলটি ইসলামপুর এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সা থেকে দুই ব্যক্তি নেমে দুই দিকে দৌড় দেয়। আমরা ঘটনাটি বোঝার জন্য গাড়ি থামিয়ে পশ্চিম দিকে যাওয়া ব্যক্তির পিছু নিয়ে খালে সাঁতরানো অবস্থায় মো. কুদ্দুস সরদারকে দেখতে পাই। আমি এলাকাবাসী ও কুদ্দুসের পরিবারের মাধ্যমে বারবার উপরে উঠতে বললেও আমাদের কারো কথা কর্ণপাত না করে সাঁতরে দুরে চলে যান কুদ্দুস। এরপর থেকেই নিখোঁজ তিনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
টংগিবাড়ী থানার ওসি রাজিব খান জানান, নিখোঁজ কুদ্দুস সরকার মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়া তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িতের অভিযোগ রয়েছে। গতকাল পুলিশের ধাওয়া খেয়ে পালানোর পর রাতে লৌহজংয়ের গাওদিয়া এলাকার একজন নাইটগার্ড তাকে জীবিত দেখতে পেয়েছেন বলে পুলিশকে জানিয়েছেন।
পুলিশ জানায়, কুদ্দুস সরদার হাট বালিগাঁও গ্রামের আ. সাত্তার সরদারের ছেলে। তার বিরুদ্ধে লৌহজং ও টংগিবাড়ী থানায় ১৪ টি মামলা রয়েছে। এর মধ্যে বেশিরভাগই মাদক সংক্রান্ত।