১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১০:৪৫
মুন্সিগঞ্জে পুলিশী বাধায় বিএনপির সমাবেশ পন্ড
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে।

এসময় পুলিশের সাথে ধস্তাধস্তি করতে গিয়ে সদর উপজেলা বিএনপি সভাপতিসহ অন্তত ১৫জন নেতাকর্মী আহত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতা কর্মীরা জরো হতে থাকে। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় ।

এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ, সদর থানা ছাত্রদলের সাধারন সম্পাদক সোহাগ, পঞ্চসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খান মুকুল সহ অন্তত ১৫জন নেতা কর্মী দৌড়ে পালিয়ে যায়।

এর আগে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ।

তার বক্তব্য শেষ হওয়ার পর পর পিছন থেকে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকলে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মোঃ মফিজুর রহমান বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

error: দুঃখিত!