১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১:০০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে পুত্রবধূ নির্যাতনের মামলায় শশুর গ্রেপ্তার, স্বামী-শাশুড়ি পলাতক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ জুলাই ২০২৩,  নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের পশ্চিম  দেওভোগ এলাকায় পুত্রবধূকে নির্যাতনের মামলায় শশুর আমির পাঠান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গেল মঙ্গলবার রাত ৯ টার দিকে শহরের পশ্চিম  দেওভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মালার ১নং আসামি স্বামী তাসিন আল মাজিদ ওরফে (সীমান্ত) ও ৩নং আসামি শাশুড়ি মাজেদা বেগম পলাতক রয়েছে।

এর আগে গত ১৩ জুলাই রাতে পুত্রবধূ মিতু বাদি হয়ে তাদের তিনজনের নামে মামলা করেন। গ্রেপ্তার আমির পাঠান খান পশ্চিম দেওভোগ এলাকার খান বাড়ির ওসিমউদ্দিন খানের ছেলে।

মামলার এজাহার ও পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, আমির পাঠান খানের ছেলে সীমান্তর সাথে মিতুর বিয়ে হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের টাকা চেয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলো শশুর বাড়ির লোকজন। গত ৭ জুলাই দুপুরে ৫ লক্ষ টাকা যৌতুক চেয়ে তাকে মারধর করে স্বামী সীমান্ত, শশুর আমির পাঠান ও শাশুড়ি মাজেদা বেগম। এতে সে গুরুতর আহত হয়ে চিকিৎসা নেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এনামুল হক মন্ডল জানান, মঙ্গলবার রাতে পশ্চিম দেওভোগ এলাকা থেকে মামলার ২নং আসামিকে গ্রেপ্তার করে বুধবার তাকে আদালতে পেরণ করা হয়। বাকি দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

error: দুঃখিত!