মুন্সিগঞ্জ, ১৮ মে ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরের মধ্যকোর্টগাও এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ফয়েজ মাহমুদ ফিরোজ (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিহতের বাড়ির নিকটবর্তী পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার হয়।
মৃত ফিরোজ স্থানীয় মৃত আফসু মুন্সির ছেলে ও দীপ্ত (২৪) নামের এক সন্তানের জনক। ছেলে ঢাকায় পড়াশোনা করলেও ফিরোজ স্ত্রীকে নিয়ে এলাকাতেই বসবাস করতেন।
বৃদ্ধ ফিরোজের প্রতিবেশীরা জানান, তিনি খুবই ঠান্ডা প্রকৃতির মানুষ ছিলেন। এলাকায় কারও সাথে কোন বিষয়ে কখনো দ্বন্দ হয়নি। তবে স্ত্রীর সাথে সামান্য পারিবারিক কলহ ছিলো। তার মৃত্যুতে এলাকাবাসী হতবিহবল।
মুন্সিগঞ্জ সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে তার পকেট থেকে বেশ কয়েকটি ঘুমের ঔষধ পাওয়া গেছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘স্থানীয়দের দাবি সে বিভিন্ন সময় মাদক সেবন করতো। মাদক সেবনের পর পুকুরে পরে গিয়ে মৃত্যু নাকি অন্য কোন ঘটনা আছে সেটি খতিয়ে দেখা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’