১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১১:১৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ফুটবল খেলার সময় পানিতে ফেলে শিশু হত্যার অভিযোগ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ জুন ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরে আবু বক্কর সিদ্দিক নামে ৭ বছরের এক স্কুল শিক্ষার্থীকে পুকুরের পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক বিরুদ্ধে।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পঞ্চসার ইউনিয়ন গোসাইবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক গোসাইবাগ এলাকার শুক্কুর ভূইয়ার ছেলে। সে মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে আবু বক্কর একই এলাকার ১৭ বছর বয়সী এক কিশোরের সঙ্গে ফুটবল খেলা করছিল।

খেলা শেষে দ্বীন ইসলাম পুকুরের পানিতে গোসল করতে নামে। আবুবক্কর সিদ্দিক সাতার না জানায় পুকুর পারে দাড়িয়ে ছিল। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আবুবক্করকে পুকুরের পানিতে ফেলে দেয় প্রতিবেশী অভিযুক্ত কিশোর। সে সময় পানিতে ডুবে যায় আবুবক্কর।

পরে স্থানীয়রা তাকে পানি থেকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের দাদা আনোয়ার ভূইয়া অভিযোগ করে বলেন, আমার ছোট নাতিটা সাঁতার জানত না। এটা জানার পরেও তাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে আমার নাতিকে হত্যা করেছে। আমরা এ হত্যার বিচার চাই।

অভিযুক্ত কিশোরের মামা মিজানুর রহমান জানান, খেলার ছলে তাকে পানিতে ফেলে দেয় আমার ভাগিনা। আমার ভাগিনা যানতো না আবুবক্কর সাতার জানে না।

মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান রাত জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত দ্বীন ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

error: দুঃখিত!