১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৪:৫৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে পিস্তল-গুলি ও ইয়াবা সহ আটক ৪
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ সেপ্টেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে এক রাতে অভিযান চালিয়ে পিস্তল-গুলি ও ইয়াবা সহ ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি জানায়, ৫৪৫ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি ও তিন রাউন্ড কার্তুজসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলার পৃথকস্থানে চারটি অভিযান পরিচালনা করে এসব গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানিয়েছেন মুন্সিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

তিনি জানান, শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মুন্সিগঞ্জ সদর উপজেলার আটপাড়া গ্রামের পলাশ বেপারী (৩৩), একই গ্রামের মো. পলাশ শেখ (৩৫), পূর্ব দেওসার গ্রামের মো. সোহেল মোল্লা (৩১) ও সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রামের মো. রুবেল শেখ (৩২)।

ওসি মোজাম্মেল হক জানান, শনিবার রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার আটপাড়া গ্রামে অভিযান চালিয়ে পলাশ বেপারি (৩৩) ও মো. পলাশ শেখকে (৩৫) ৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পলাশ বেপারির বাড়ি থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, তিন রাউন্ড কার্তুজ, পাচ রাউন্ড নাইন এমএম পিস্তলের গুলি এবং তিনটি খালি ম্যাগজিন জব্দ করা হয়।

এরপর পূর্ব দেওসার গ্রামে অভিযান চালিয়ে মো. সোহেল মোল্লাকে (৩১) ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া, সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রাম থেকে মো. রুবেল শেখকে (৩২) ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। 

এ ঘটনায় সদর থানায় তিনটি এবং সিরাজদিখান থানায় একটিসহ মোট চারটি মামলা করা হয়েছে।

error: দুঃখিত!