মুন্সিগঞ্জ, ১৯ জানুয়ারি, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে চালক গুরুতর আহত হয়েছে। চালকের নাম ওহিদুল (৩৫)। সে বরিশাল জেলার গৌরনদী এলাকার বাসিন্দা।
গত সোমবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলঘর কবরস্থানের সামনে এই ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, মাওয়াগামী পিকআপ (ঢাকা মেট্রো ন-১৩ ৪৪৪৬) চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার এসআই মো. আনিছুর রহমান জানান, আহত চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।