১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ২:১৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে পিকআপ খালে পড়ে ব্যবসায়ী নিহত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ এপ্রিল ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বঙ্গবন্ধু মহাসড়কের মুন্সিগঞ্জের শ্রীনগরে মুরগীবোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ওমর শেখ (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ শনিবার ভোর ৬ টার দিকে বঙ্গবন্ধু মহাসড়কের কেওয়াটখালী এলাকায় সার্ভিস লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওমর শ্রীনগর উপজেলার মাশুরগাও গ্রামের মিজানুর রহমান খানের ছেলে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি মোল্লা জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজ রিবেন জানান, শ্রীনগর থেকে মুরগী নিয়ে ঢাকার অভিমুখে যাচ্ছিলো ওমর শেখের পিকআপভ্যানটি। ভোর ৬টার দিকে মহাসড়কের কেওয়াটখালী এলাকায় পৌছালে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এসময় চালক গাড়ি থেকে বের হতে পারলেও গুরুতর রক্তাক্ত জখম হয়ে ওমর শেখ গাড়ির কেবিনে আটকে পড়েন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞান অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওমর শেখ (৩০) কে মৃত্যু ঘোষণা করেন।

হাসাড়া হাইওয়ে থানার ওসি জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।

 

error: দুঃখিত!