মুন্সিগঞ্জ ২ ডিসেম্বর, ২০১৯, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার উপজেলার উত্তর বালাসুর নতুন বাজারে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আমির হামজা ওই গ্রামের মো. আপন মোল্লার ছেলে।
এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুপুর সোয়া একটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা পুকুরে নেমে শিশুটিকে খুঁজে পায়।
উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, পুকুর পাড়ে শিশুর পায়ের সেন্ডেল পড়ে থাকতে দেখে ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে শিশুটি পানিতে পড়ে ডুবে যায়।
বছরে দেশে ১০ হাজারের বেশি শিশু পানিতে ডুবে মারা যায় বলে পরিসংখ্যার রয়েছে। এদের বেশির ভাগই আবার তাদের বাড়ির খুব কাছের কোনো না কোন জলাশয়ে ডুবে মারা যায়।