মুন্সিগঞ্জ, ১ জুলাই ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদের অদূরে রসুলপুর খেয়াঘাট এলাকায় ফুলদী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে কামাল মোল্লা (৪৬) নামে এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে।
নিহত কামাল (৪৬) উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত সামাদ মোল্লার ছেলে।স্থানীয়রা জানায়, তিনি মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল (শুক্রবার) দুপুর সাড়ে এগারোটার দিকে গোসল করতে পানিতে নেমে সাঁতার কাটার একপর্যায়ে ডুবে যান তিনি। এ সময় আশপাশের লোকজন ট্রলার নিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর বারোটার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করে।