৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৭:৪৬
মুন্সিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ মে ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরে পুকুরের পানিতে ডুবে আয়েশা আক্তার নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়েশা ঢাকার ধোলাইখাল এলাকার মো. আমির হোসেনের মেয়ে।

নিহতের মামা জাহিদুল ইসলাম বলেন, পারিবারিক জটিলতার কারণে আমার বোনের স্বামী আমার বোনকে গত পহেলা মে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। পরে রোববার আমার মামাতো ভাইয়ের বাড়িতে বোন আর ভাগ্নি বেড়াতে যায়। এ সময় বাড়ির পাশে ভাগ্নি আয়েশা অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিলো। হঠাৎ পৌনে ১১টার দিকে আয়েশাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে আয়েশাকে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ সময় উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখবো।

error: দুঃখিত!