মুন্সিগঞ্জ, ২৮ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পৌরসভার বৈখর এলাকা থেকে ৩টি দেশীয় পাইপগান, ২০ টি রাবার কার্তুজ ও ৩৬ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে র্যাব-১০।
গতকাল বুধবার দিনগত রাত পৌনে একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বৈখর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বৈখর পশ্চিম পাড়া এলাকার মৃত অফিজ উদ্দিন সরকারের পুত্র আব্দুল জব্বার ওরফে বাবু (২৫) ও জেলার সিরাজদিখান উপজেলার পশ্চিম শিয়ালদি এলাকার আমির আলী শিকদারের পুত্র রাসেল শিকদার (৩৪)।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা শেষে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।