মুন্সিগঞ্জ, ১৯ জানুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় পৃথক তিনটি অভিযানে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম।
তিতাস গ্যাসের সোনারগা আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম জানান, ভাটেরচর বাসস্টান্ড সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া ভাটেরচর নামে একটি গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অন্যদিকে, বালুয়াকান্দি এলাকার আল মদিনা হাইওয়ে রেস্টুরেন্ট, খাজা হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট, স্টার কাবাব হাইওয়ে চাইনিজ রেস্টুরেন্ট, জামালদি এলাকার দারুচিনি হোটেল ও একটি মার্বেল কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিনি জানান, ভাটেরচর গ্রামের এক কিলোমিটার দীর্ঘ অবৈধ বিতরণ লাইনের মাধ্যমে পাঁচ শতাধিক অবৈধ সংযোগ চলতো। অন্যদিকে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে মাসে কয়েক লক্ষ টাকার গ্যাস ব্যবহার করা হতো।