মুন্সিগঞ্জ, ৩১ আগস্ট, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর
“নিজে নামাজ পড়ুন, অন্যকে নামাজ পড়তে উৎসাহিত করুন” স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া বায়তুন নূর জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে ৪০ দিনের পাঁচ ওয়াক্ত জামাতের সালাত আদায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মোট ২২ জন বিজয়ীকে পুরস্কার হিসেবে ২২টি বাইসাইকেল উপহার দেওয়া হয়।
বুধবার বিকালে আটপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বায়তুন নূর জামে মসজিদে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরে কামেল হযরত মাওলানা সাইফুল্লাহ্ দা: শাইখুল হাদিস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আটপাড়া ইউপি চেয়ারম্যান ও দর্জি বাড়ি ফ্যাশনের কর্ণধার মো. ফজলুর রহমান (ফুলচাঁন), অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মুফতী নোমান বুখারী।
এ সময় অত্র এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও মুসল্লীগণ উপস্থিত ছিলেন।