মুন্সিগঞ্জ, ৪ জানুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গোলাম রহমান (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ মৃতের পরিবারের বরাত দিয়ে জানিয়েছে, গত ১১-১২ বৎসর সে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলো।
‘অসুস্থ অবস্থায় তাকে রাস্তা থেকে উদ্ধার করে কেউ হাসপাতালে ভর্তি করেছিলো’- বলছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ বৃদ্ধের লাশ উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ। মৃত গোলাম রহমান (৬০) গাজীপুর জেলার টঙ্গি উপজেলার হিমারদিঘী এলাকার আলেপ খান এর ছেলে।
শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, লাশ শনাক্তের পর আমরা পরিবারের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি ঐ ব্যাক্তি তার নিজের ও পৈত্রিক সম্পত্তি বিক্রি করে গত ১১-১২ বৎসর পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলো। পরবর্তীতে অসুস্থ অবস্থায় তাকে রাস্তা থেকে উদ্ধার করে কেউ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিলো। সেখানে তিনি মারা যান।
ওসি বলেন, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা মরদেহ বুঝে নিতে আসছেন বলে আমাদের জানিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তোহা শাকিল জানান, গত দুই দিন আগে অজ্ঞাত ব্যক্তি এই বৃদ্ধকে ভর্তি করে রেখে যান। রোগীর প্রেসার বেশি থাকায় এবং ব্লাড সুগার কম থাকায় রোগীটি গুরুতর অসুস্থ হয়ে মারা যায়।