১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:২০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ‘পরকীয়ায় আসক্ত’ স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেন স্ত্রী
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ আগস্ট ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে স্বামীর বিরুদ্ধে পরকীয়ায় আসক্তির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন এক নারী।

গতকাল মঙ্গলবার উপজেলার ধীপুর ইউনিয়নের মাহাবুব মোল্লার (৪৬) স্ত্রী মুছাদ্দেকা আক্তার রুপালী (৩২) এ টংগিবাড়ী থানায় এই অভিযোগ করেন।

অভিযুক্ত মাহাবুব মোল্লার স্ত্রী মুছাদ্দেকা আক্তার রুপালীর দাবি করে জানান, তিনি আড়িয়ল ইউনিয়নের কুরমিরা গ্রামের নুর ইসলাম শেখের মেয়ে। ২০১৬ সালে মৃত হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লার সাথে তার বিয়ে হয়। তাদের ঘরে মাহফুজা আক্তার মীম (৬) ও নাফিজ মোল্লা (৫) নামের দুই সন্তান রয়েছে। বিয়ের পরে প্রায় সময়ই তার স্বামী রাতে বাড়িতে থাকতো না। পরে জানতে পারে তার স্বামী বিভিন্ন নারীর সাথে পরকিয়ায় আসক্ত। তাকে এ কাজে নিষেধ করলে তিনি বিভিন্ন অযুহাতে তার স্বামী তাকে যৌতুকের জন্য মারধর করে। কিছু দিন আগে মাহাবুব মোল্লার মোবাইল ফোনে উপজেলার আমতলী গ্রামের লুৎফর ঢালীর মেয়ে তিন সন্তানের জননী কনা মৃধার সাথে পরকিয়ায় লিপ্ত থাকার ছবি দেখতে পায়। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছে বিচার চাইলে তারা বিচার-শালিসের মাধ্যমে মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়।

ঘটনা স্বীকার করে মাহাবুব মোল্লা জানান, স্ত্রী মুছাদ্দেকা আক্তার রুপালীকে না জানিয়ে গোপনে তিনি কনা মৃধার সাথে সম্পর্ক করেছেন।

ধীপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. সালাম জানান, বিষয়টি নিয়ে কয়েকবার গ্রাম্যশালিস করেও মাহাবুব মোল্লাকে পরকীয়া থেকে ফেরাতে পারিনি।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

error: দুঃখিত!