২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:৪২
মুন্সিগঞ্জে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত
খবরটি শেয়ার করুন:

নিজস্ব পতিবেদক : গত কাল টংগীবাড়ি উপজেলা’র ছোট কেওয়ার আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর উদ্যোগে শুক্রবার সকাল ৭ টায় পবিত্র ঈদ-এ-
মিলাদুন্নবী উপলক্ষে ছোট কেওয়ার শাহী জামে মসজিদ প্রাঙ্গন হতে একটি জুলুস বের করা
হয়। জুলুসে উপস্থিত ছিলেন, (পীরে তরিকত নূর
ইসলাম আল কাদরী মাঃ জিঃ আঃ) পারভেজ হোসেন জালালী, নূর জামাল আল কাদরী, দা’ওয়াতে ইসলামীর সদস্য মুহাম্মদ কাউছার শেখ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন সদস্য ও আশেকে রাসুল গণ। এ সময় পথ সভায় বক্তারা বলেন, মিলাদুন্নাবী পালন করা প্রতেক মুসলমানের জন্য ইমানী দ্বায়িত্র, ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) যারা মানবেনা তারা প্রকৃত মুমিন নয়, ঈদ-এ- মিলাদুন্নবী (সাঃ) হচ্ছে
সর্বশ্রেষ্ঠ ঈদ, কারন এই ঈদের জন্যই আমরা সকল ঈদ পেয়েছি। আল্লাহ তায়ালা পবিত্র
কোরআনে বলেছেন, আল্লাহর দয়া ও রহমত প্রাপ্তিতে তোমাদের আনন্দ উদযাপন ও তোমাদের শুকরিয়া জ্ঞাপন করা উচিত। আর এটা তোমাদের সকল ধন সম্পদ থেকে উত্তম। এছাড়াও মুহাম্মদ (সঃ) এর একজন প্রধান সাহাবি,
ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রাঃ) বলেন, যে ব্যক্তি ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে এক দিরহাম খরচ করবে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। তাই আমাদের উচিত ঈদ-এ-মিলাদুন্নব
সর্বত্তোমভাবে পালন করা এবং ( হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) যে আগমন নিয়ে
পৃথিবীতে এসেছিলেন তা বাস্তবায়ন করা। তাহলেই আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রিয় জীবনে আনাচার অবিচার দূর হবে। আমাদের ব্যক্তি ও রাষ্ট্র জীবনে শান্তি প্রতিষ্ঠিত হবে । জুলুসটি ছোট কেওয়ার থেকে মাকহাটি. বাঘের শ্বর বাজার দিয়ে. লিচু তলা জামে মসজিদ এর সামনে দিয়ে. সুপার মার্কেট. পুরাতন বাস ষ্টান্ড হয়ে. কাচারী দিয়ে, পথ সভা টি লিচু তলা জামে মসজিদে এসে শেষ হয়।

error: দুঃখিত!