৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:০৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে পদ না পেয়ে নিজেদের কার্যালয়ে ভাঙচুর চালালো জাতীয় পার্টি!
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ আগস্ট ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে জেলা জাতীয় পার্টির নতুন কমিটির পরিচিতি ও আলোচনা সভায় পদ বঞ্চিতদের হট্টগোল ও ধস্তাধস্তিতে ৩ জন আহত হয়েছে।

আহতরা হলেন, টংগিবাড়ী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা জাতীয় পার্টির সদস্য জহিরুল ইসলাম ও মিলন শেখ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে মুন্সিগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় জাতীয় পার্টির জেলা কার্যালয়ে নতুন কমিটির পরিচিতি ও আলোচনা সভা চলাকালে  নবগঠিত কমিটির পদ বঞ্চিত মুন্সিগঞ্জ শহর জাতীয় পার্টির সভাপতি আরিফুজ্জামান দিদারের নেতৃত্বে কয়েকজন পদ বঞ্চিত নেতা হট্টগোল শুরু করে। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিল ভাংচুর করে তারা। এতে দুই পক্ষের ধস্তাধস্তিতে অন্তত ৩ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকউল্লাহ সেলিম জানান, আরিফুজ্জামান দিদারসহ বেশ কয়েকজন সভা চলাকালে হট্টগোল করে এবং কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে।

ভাঙচুরের ঘটনা অস্বীকার করে শহর জাতীয় পার্টির সভাপতি আরিফুজ্জামান দিদার জানান, তিনি ও তার নেতাকর্মীরা সভায় গেলে তাদেরকে অপমান করা হয়। এ নিয়ে হট্টগোল হয়।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গেল ১৭ আগস্ট জয়নাল আবেদীনকে সভাপতি ও রফিক উল্লাহ সেলিমকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্যের মুন্সিগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি। এতে আরিফুজ্জামান দিদারসহ বেশ কয়েকজন পদ বঞ্চিত হয় বলে তাদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে।

error: দুঃখিত!