মুন্সিগঞ্জ, ১৯ মে, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে মাহিম বেপারী (২০) ও সিমান্ত (১৮) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। অপর এক বন্ধু গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছে।
আজ বুধবার (১৯ মে) বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উপজেলার বাঘের বাড়ি এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে লৌহজং উপজেলার দক্ষিণ মর্শদগাঁও গ্রামের সেবুন বেপারীর ছেলে মাহিম বেপারী, টিপু খন্দকারের ছেলে সিমান্ত এবং সালাউদ্দিন মাদবরের ছেলে একান্ত মাদবর (২০)। পদ্মার প্রবল স্রোতে তিন বন্ধু ভেসে যায়। সেসময় নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা একান্তকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে অন্য দুই বন্ধু মাহিম ও সিমান্তকে উদ্বার করতে পারেনি তারা।
পরে অনেক খোঁজাখুঁজির পর দুপুর আড়াইটার দিকে উপজেলার বেজগাঁও মৃধা বাড়ি এলাকায় পদ্মা নদী থেকে মাহিম ও সিমান্তের লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া একান্তকে আশঙ্কাজনক অবস্থায় লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন আছে।