১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৮:৪০
মুন্সিগঞ্জে পদ্মায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ সেপ্টেম্বর, ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে মাওয়া নৌ-পুলিশ।

উপজেলার দক্ষিণ হলদিয়া গ্রাম সংলগ্ন পদ্মা নদীর পাড় থেকে বুধবার বিকাল ৩টার সময় বুক সেলাই করা, অর্ধ-গলিত অবস্থায় অজ্ঞাত নারীর (২৫) লাশ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. সিরাজুল কবীর।

তিনি জানান, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। লাশটি এখনও অজ্ঞাত পরিচয়ে রয়েছে। নারীর লাশটি গলিত অবস্থায় বুক সেলাই করা অবস্থায় পাওয়া গেছে।