৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:১৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে জাতীয় পতাকা দিবস উদযাপন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ মার্চ, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পতাকা দিবস উদযাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার (০২ মার্চ) সকালে মুন্সিগঞ্জ শহরের পতাকা একাত্তর ভাস্কযের্র সামনে অন্বেষণ বিক্রমপুর সংগঠনের আয়োজনে নতুন প্রজন্মের মাঝে বীর মুক্তিযোদ্ধা কর্তৃক পতাকা হস্তান্তর কর্মসূচি পালন করা হয়।

এসময় অগ্নিঝরা মার্চের নানা দেশত্ববোধক গান পরিবেশন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সভ্যাতার আলো’র সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শাহিন আমানুল্লাহ প্রমুখ।

স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস জাতীয় পতাকা দিবস পালন করেন। ছবিঃ সংগৃহীত।

বেলা ১২ টা’র দিকে মুন্সিগঞ্জের সুপারমার্কেট এলাকায় স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস জাতীয় পতাকা দিবস পালন করেন। এসময় সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, জেলা যুবলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান শরিফ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস, জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, মুন্সিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মকবুল হোসেন, মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনা প্রমুখ।

error: দুঃখিত!