১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১১:২৪
মুন্সিগঞ্জে নৌকায় ঘুড়তে যেয়ে ডুবে তিন শিশুর মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ আগষ্ট, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলা গুহেরকান্দি এলাকার বেড়াতে এসে পানিতে  ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকালে স্থানীয় একটি পুকুরে ৭-৮ জন শিশু নৌকায় চরে ঘুরতে নিলে নৌকা উল্টে এ দূর্ঘটনা ঘটে।  

নিহত তিন শিশু হলো- সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নের উত্তর গুহেরকান্দি গ্রামের তোফাজ্জলের ছেলে মোঃ আরাফাত (৮), পশ্চিম দেওভোগ গ্রামের আজিমের মেয়ে হাফসা (৭), ঢাকার তৈয়ব আলীর মেয়ে তন্দ্রা (১২)।

নিহত আরাফাতের চাচা মোঃ আনোয়ার হোসেন জানান, দুইদিন আগে আরাফাতের সুন্নতে খাৎনার অনুষ্ঠানে এসেছিল তারা। শুক্রবার স্থানীয় একটি পুকুরে নৌকা দিয়ে ৮-৯ জন শিশু ঘুড়ছিলো। এক পর্যায়ে নৌকা উল্টে ডুবে যায়। তাৎক্ষনিক বাকিরা উদ্ধার হলেও তিনজন শিশু নিখোঁজ থাকে।

পরে আঁধা ঘন্টা খোজাখুজি করে তাদেরকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে একই সাথে ৩ শিশুর মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।

error: দুঃখিত!