মুন্সিগঞ্জ, ২৩ ডিসেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী মৃণাল কান্তি দাসের নৌকা প্রতীকের সমর্থন করায় চাচাতো ভাইকে পেটানোর অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে।
আজ শনিবার সকালে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের গুহেরকান্দি গ্রামে সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হাওলাদারের বিরুদ্ধে তার চাচাতো ভাই ওমর ফারুক হাওলাদারকে (৫২) পেটানোর এ অভিযোগ উঠে।
অভিযুক্ত যুবলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের (কাঁচি প্রতীক) সমর্থক। আহত অবস্থায় নৌকার সমর্থক ওমর ফারুককে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত ওমর ফারুক জানান, তিনি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। নির্বাচনের শুরু থেকেই তিনি নৌকা প্রতীকের প্রচারে অংশ নিয়ে আসছেন। এর জের ধরে শনিবার সকালে আপন চাচাতো ভাই যুবলীগ নেতা আফজাল দলবল নিয়ে বাড়ি গিয়ে চড়াও হন তার উপর। এসময় তাকে লাঠিসোটা দিয়ে পেটায় আফজাল।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, আমি কাউকে মারিনি। জায়গা জমি নিয়ে পারিবারিক বিরোধে কেউ মেরে থাকতে পারে।
এ প্রসঙ্গে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, নৌকার সমর্থককে পিটিয়ে আহত করার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।