মুন্সিগঞ্জ, ৪ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ ৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মৃণাল কান্তি দাসের ক্যাম্পে গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনায় কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাত হোসাইন সাগরকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার রাতে মুন্সিগঞ্জ সদর থানায় বজ্রযোগিনী এলাকার জুনায়েদ আহমেদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন, শহর ছাত্রলীগের সভাপতি নছিবুল ইসলাম নোবেল, যুবলীগ নেতা রুবেল, রিয়াজ মাহমুদ, প্রান্ত শেখ, অপু শেখ, রতন, লাকুম রাঢ়ী, সোহাগ কাজী, ইব্রাহীম হাওলাদার ও বাবু কাজী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গেল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বজ্রযোগিনীর বটতলা এলাকায় সাজ্জাত হোসাইন সাগরের নেতৃত্বে ১৫-২০ টি মোটরসাইকেলে করে এসে নৌকা মার্কার নির্বাচনী ক্যাম্পে থাকা বাবু মুন্সিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে প্রাণে বেঁচে যান তিনি। এসময় নৌকার কার্যালয় ভাঙচুর করে অভিযুক্তরা।
মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। আসামিদের খুঁজছে পুলিশ।