১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১:৫৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে নেতার বিরুদ্ধে ক্ষোভ জানালেন বিএনপির নেতারাই
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ মে ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সংগঠন বিরোধী কার্যক্রম ও রাজনৈতিক স্বেচ্ছাচারিতার অভিযোগে উপজেলা বিএনপি আহবায়ক শেখ মো. আব্দুল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে ক্ষোভ জানিয়েছেন একই কমিটির বিক্ষুব্ধ অন্য কয়েকজন নেতা।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজদিখান বাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে নানা অভিযোগ করে শেখ মো. আব্দুল্লাহর বিরুদ্ধে অনতিবিলম্বে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির কয়েকজন নেতা।

ক্ষুব্ধ নেতারা হলেন- সিরাজদিখান উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, জসিম উদ্দিন খোকন, আব্দুল খালেক শিকদার দেলোয়ার হোসেন ভুইয়া, আলী আকছার মোল্লা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, সিরাজদিখান উপজেলা বিএনপির আহবায়ক শেখ মো. আব্দুল্লাহর অরাজনৈতিক আচরণ, স্বেচ্ছাচারী মনোভাব, দক্ষ ও ত্যাগী নেতাদের সঙ্গে সম্পর্কচ্ছিন করে কতিপয় কর্মচারী দ্বারা দল পরিচালনা করা, উপজেলা আহবায়ক কমিটির সদস্যদের পাশ কাটিয়ে সিদ্ধান্ত গ্রহণ, পছন্দের লোক দ্বারা ইউনিয়ন কমিটি গঠন, কেন্দ্র ঘোষিত কার্যক্রমে অংশ না নেওয়া, আহবায়কের দায়িত্ব পাওয়ার পর থেকে অধ্যবধি বিএনপির কার্যালয় কোন সভা না করে তালাবদ্ধ করে রাখা, আহবায়ক কমিটির সদস্যদের সাথে আলোচনা না করেই একক সিদ্ধান্তে পছন্দের ব্যক্তিকে সদস্য সচিব নিয়োগ, চলমান ইউনিয়ন কমিটির দায়িত্ব কাউকে না দিয়ে ফেসবুকের মাধ্যমে ১৪টি ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণার পরবর্তীতে সাত মাস পর পছন্দের লোক দিয়ে পুনরায় ফেসবুকের মাধ্যমে ১৪ ইউনিয়নের আহবায়ক কমিটি ঘোষণা, বর্তমান প্রেক্ষাপটে দলকে সাংগঠনিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হওয়াসহ আরও বহুবিধ কারণে সিরাজদিখান উপজেলা বিএনপির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে উপজেলার সকল শীর্ষ নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে হতাশা দেখা দিয়েছে।

এসব অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক শেখ মো. আব্দুল্লাহ বলেন. কমিটি করা হয় সবার সিদ্ধান্ত অনুযায়ী। অনেক ইউনিয়নের সম্মেলন হয়েছে, পুলিশ ঝামেলা করে। চেষ্টা করি সম্মেলন করে কমিটি দেওয়ার, যারা সম্মেলন করল তারা গোপন আঁতাত করেই রাজনীতি করে। কেউ মামলা খায় নাই আমরা দেশে থাকলে মামলা খাই দেশে না থাকলেও মামলা খাই। আমরা তারেক জিয়ার দেয়া কমিটির সদস্য।

error: দুঃখিত!