মুন্সিগঞ্জ, ৭ ফেব্রুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইয়াসমিন পারভীন এনডিসি।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালক আবু নূর মো. শামসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আসলাম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, নিরাপদ খাদ্য অফিসার মারুফা হক।