মুন্সিগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা থেকে মুন্সিগঞ্জগামী ডিএম পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।
বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিলো বলে ধারণা পুলিশের। এ ঘটনায় কেউ নিখোঁজ রয়েছে বলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারেনি।
আজ শনিবার রাত সাড়ে ৯ টার দিকে সিরাজদিখান-টংগিবাড়ী অভ্যন্তরীণ সড়কের কাজীরবাগ চৌরাস্তা এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন, শাকিল (৩৫), জিতেন্দ্র (৭৫), উজ্জল (৩১), ও মো. হেলাল (৫২)। এরা সবাই মুন্সিগঞ্জের সিরাজদিখান ও টংগিবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের নাম প্রাথমিক অবস্থায় জানা যায়নি।
ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি টিম।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে টংগিবাড়ীর উদ্দ্যেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি রাত সাড়ে ৯ টার কাজীরবাগ চৌরাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পানিতে পড়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, বাসের ভিতরে তল্লাশি চালানো হয়েছে। তবে ভিতরে কোন যাত্রী পাওয়া যায়নি। বাসের নিচে কেউ চাপা পড়েছে কিনা তা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।
সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত জানান, চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনা কবলিত বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিলো। এদের মধ্যে বেশিরভাগই বাস থেমে নেমে যেতে পেরেছেন। বাস টেনে তোলার কাজ চলছে।