৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ১১:৩৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান চালকের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের তেতৈতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত গাড়ির সাথে ধাক্কায় কাভার্ডভ্যান চালকের ‍মৃত্যৃু হয়েছে।

নিহত চালক আব্দুল মোতালেব (৫০) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার পাইপুরা গ্রামের আব্দুল গফুরের ছেলে।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, শুক্রবার ভোর পৌণে পাঁচটার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান মহাসড়কের গজারিয়া অংশের তেতৈতলা মা ফিলিং স্টেশনের সামনে আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি অজ্ঞাতনামা গাড়িতে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ও কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে রয়েছে।

error: দুঃখিত!