মুন্সিগঞ্জ, ১৪ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে নিজ ঘর থেকে তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, রাতে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা’র দিকে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের উত্তর পাইকপাড়া এলাকায় নিজ বসতঘরের শয়নকক্ষ থেকে হানিফ খন্দকারের মেয়ে সামিয়া আক্তার (১৭) এর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের মা ডলি বেগমের দাবি, সোমবার রাত ১২টা’র দিকে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন সামিয়া। রাত ১টা’র দিকে রুম আটকানো দেখে সন্দেহ হলে তাকে ডাকাডাকি করেও সাড়া না পেলে রুমের দরজা ভেঙে দেখা যায় ফ্যানের সাথে ওড়না পেচিঁয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সে। পরে তারা লাশ সিলিং ফ্যান থেকে নামিয়ে রুমের ভিতর রাখেন এবং পুলিশকে খবর দেন।
টংগিবাড়ী থানার ওসি জানান, সকাল সাড়ে ৮টা’র দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় দুপুরে টংগিবাড়ী থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আত্মহত্যার কারণ সুনির্দিষ্ট করে প্রাথমিকভাবে জানা যায়নি।