২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১২:৩৩
মুন্সিগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ আগস্ট, ২০২২, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডহরী খালে ট্রলার ডুবিতে নিখোঁজ যুবকের লাশ নিখোঁজের ৩৬ ঘন্টা পর ঘটনাস্থল থেকে ৩শ গজ দূরে গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় ভেসে উঠে।

নিহত যুবকের নাম মো. সেলিম (২৬)। সে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের চম্পকদি গ্রাামের সিরাজ খানের ছেলে।

ঘটনার পর নিখোঁজ যুবককে উদ্ধারে ফায়ার সার্ভিস, ডুবুরি দল টানা ১ দিন চেষ্টা চালালেও তার কোন হদিস পাওয়া যাচ্ছিলো না। এরপর গতকাল মঙ্গলবার সকালে নিহত সেলিমের লাশ ভেসে উঠে।

গেল রোববার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার তালতলা-মুন্সিগঞ্জ (ডহরী) খালের মালখানগর ইউনিয়নের ফেগুনাসার নৌ টুল বক্সের সামনে একটি বাল্ক হেডের ধাক্কায় ৪ জন যাত্রীসহ একটি ট্রলার ডুবে গেলে ৩ জন সাতরে তীরে উঠতে পারলেও সাঁতার না জানায় সেলিম (২৬) পানিতে তলিয়ে যায়।

সিরাজদিখান থানার ওসি মিজানুল হক জানান, সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বেলা ১০ টার দিকে সেলিমের মরদহ খাল থেকে উদ্ধার করি। পরিবারের কোন অভিযাগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

error: দুঃখিত!