মুন্সিগঞ্জ, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ছামসুল হক (৬৫) নামে এক নিখোঁজ ভিক্ষুকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের তেঘরিয়া কবরস্থান সংলগ্ন ইছামতি নদীর তীরে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি উপজেলার শেখরনগর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মৃত ইয়াকুবের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জায় যায়, ছামসুল হক শারীরিকভাবে প্রতিবন্ধী এবং তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। গত ৬-৭ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।
স্থানীয়দের ধারণা, হয়তো গোসল করতে গিয়ে আর উপরে উঠতে পারেননি তিনি। সেখানেই তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে তারা। শনিবার দুপুরে স্থানীয়রা লাশ দেখতে পেরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাসির উদ্দীন বলেন, স্থানীয়রা লাশটি দেখে আমাদের খবর দেয়। পরে সেখানে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মৃত ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী ছিলো। আমরা লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি।