মুন্সিগঞ্জ, ২৫ মে ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের পর পরিত্যক্ত একটি ধানের মাঠ থেকে সিরাজুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে ডেকে নিয়ে সিরাজুল ইসলামকে হত্যা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের কাঠপট্টি এলাকার একটি পরিত্যক্ত ধানের মাঠ থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিরাজুল ইসলাম সদর উপজেলার সরদারপাড়া এলাকার মৃত আলেক খার ছেলে। সে পঞ্চসারের কাঠপট্টি এলাকার মাতৃ ভান্ডার অটোরাইস মিলে কাজ করতেন। গতকাল বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ধলেশ্বরী নদী তীরের কাছে একটি পরিত্যক্ত ধানের মাঠে রক্তাক্ত অবস্থায় চাপা পড়া বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার হাতে একটি মোবাইল ফোন ও জুব্বা পরিহিত ছিলো। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত সিরাজুলের মেয়ে বিলকিস খানম বলেন, গতকাল বিকাল পর্যন্ত লোকজন বাবাকে দেখেছে। কিন্ত সন্ধ্যার পর আর খোঁজ পাওয়া যায়নি। আমার বাবার সাথে ব্যবসা সংক্রান্ত বিরোধ রয়েছে রাইস মিল কতৃপক্ষের সাথে। তারাই তাকে ডেকে নিয়ে হত্যা করে নাটক সাজিয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান বলেন, স্থানীয়দের খেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।