১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৮:৩৪
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে নিখোঁজের ১৭ দিন পর লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ জানুয়ারি, ২০২১, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় নিখোঁজের ১৭ দিন পর ডোবা থেকে হাছান (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৮ জানুয়ারী) সকাল ৯ টার দিকে হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন হোসেন্দী বাজার নয়াপাড়া মহল্লার পাশের জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত হাছান ওই এলাকার দা-বঁটি, ছুরি ব্যবসায়ী শামীমের ছেলে। তিনি তার বাবার সাথে ব্যবসা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ব্যাপার দুপুর ২টার দিকে গজারিয়া থানার ওসি রইছ উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখনো কোন ক্লু পাওয়া যায়নি। তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

error: দুঃখিত!